বিজ্ঞাপন
বাংলাদেশ

সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনায় চট্টগ্রামে বসতঘরে আগুন: ডিআইজি

চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে সুপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ভেতরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে সরকারকে বিব্রত করার অপচেষ্টা করা হয়েছে। তদন্তে এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

ডিআইজি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মনির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান ও মো. পারভেজ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারদের কাছ থেকে চারটি উস্কানিমূলক ব্যানার, কেরোসিন তেলের দুটি কন্টেইনার ও একটি বোতল, তেলমাখা একটি লুঙ্গি ও একটি পুরোনো কালো শার্ট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি মোবাইল ফোন, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যা ঘটনাস্থলে যাতায়াতে ব্যবহৃত হয়েছে।

পুলিশ জানায়, গত ডিসেম্বর মাসে রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় গভীর রাতে একাধিক বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত ও কিছু ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি সাম্প্রদায়িক উসকানিমূলক ব্যানার উদ্ধার করা হয়।

ডিআইজি আরও জানান, গ্রেপ্তারদের একজন ইতোমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের দেওয়া তথ্যে জড়িত আরও সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button